August 17, 2025
স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (১৭ আগস্ট, ২০২৫) দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।
যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টারটির মালিক মোন্তাসেবুল আলম (অনিন্দ্য), তার সহযোগী রবিন ও ফয়সাল। পুলিশ তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল।
১৪ ঘণ্টার অভিযান ও যা উদ্ধার হলো:
শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) দিবাগত রাত দেড়টা থেকে শনিবার (১৬ আগস্ট, ২০২৫) বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা ধরে কাদিরগঞ্জের ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলমসহ তিনজনকে আটক করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, ওয়াকিটকি সেট, জিপিএস ডিভাইস এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কার্তুজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, কম্পিউটার, দেশি-বিদেশি মদ এবং ১১টি তাজা নাইট্রোজেন কার্টিজ জব্দ করা হয়, যা পরে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট।
মামলা ও তদন্ত:
শনিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদক মজুত করেছিলেন।
আটক কোচিং পরিচালক মোন্তাসেবুল আলম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয়। এর আগেও তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল, তবে পরে তিনি সেই মামলা থেকে অব্যাহতি পান। এই মামলায় আসামি পক্ষের আইনজীবীরা কোনো মন্তব্য
করতে রাজি হননি।