- নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি বিভাগের বিশেষ অভিযান পরিচালনায় গত ২৪ ঘণ্টায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে—ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলা ৩ জন এবং বিভিন্ন বিচারিক মামলায় ১৬ জন অন্তর্ভুক্ত রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:
মো: আল ফারুক আমেদ আজাদ কামাল (নামাজে পরিচিত: নতুন), বয়স ৫২ — তিনি শাহমখদুম থানার ভুগরইল এলাকার মো: আলাউদ্দিন আল আজাদের ছেলে। আল ফারুক বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এবং আওয়ামীলীগের সক্রিয় কর্মী।
মো: শামীম শেখ, বয়স ৪২ — তিনি বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি এলাকার মৃত কাওসার শেখের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। পুলিশ ঘটনার বিস্তারিত ও গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ভবিষ্যতে আরও তথ্য প্রদান করবে বলেও জানানো হয়েছে।